পোস্ট বার দেখা হয়েছে
আমি নজরুল
মৃণাল বন্দ্যোপাধ্যায়
দিকচক্রবালে ঘনিয়ে আসা কালবৈশাখী সর্বনাশা ধুলায় ঢাকে বিশ্ব চরাচরে,
আমি নজরুল ওড়াই সভ্যতার জমে থাকা সব ধুল নির্বিচারে চিরতরে।
আমি আকাশ ফুঁড়ে নেমে আসা জলের তীব্র তোড়ে বাঁধভাঙা বন্যা,
উৎখাত করি শত শতাব্দীর জমে থাকা দুষিত যত পাপ আর ঘেন্না।
আমার শাণিত কলম রক্ত ঝরায় সাদা পৃষ্ঠায় কালির তীক্ষ্ণ আঁচড়ে,
যত শ্বাপদের দল করে কোলাহল ভীরুতার আড়ালে পালানোর তরে।
ওরা সুকৌশলে মিথ্যে কাঁদে দেয় আশ্রয় পাতা ফাঁদে করতে শোষণ,
ওরা সর্বগ্রাসী প্রাণনাশী অতি চতুর চির লোভাতুর নিঃশ্বাসে মরণ।
আমার ধিক্কারে ওদের সাম্রাজ্যের ভীত নড়ে তাই পরিচয়ে ‘বিদ্রোহী’ ,
আমি কঠোর ভীষন করি কড়া শাসন বিরুদ্ধাচরণে বরই আগ্রহী।
ওদের ছাড়া বাকি আছে আর যারা ব্যস্ত সর্বদাই সমাজের কল্যাণে,
তাদের পাশে আমি নজরুল সদাই থাকি কাজে মশগুল ব্যস্ত জীবনে।
আমার দৈবী বাঁশির সুরে করুণার ধারা পড়ে ঝরে দিবা নিশি,
আমি হলেও বিদ্রোহী কবি আমার চোখের জলছবি বরই ভালোবাসি।
যারা আমায় বেসেছো ভালো আমায় সদা জুগিয়েছ আলো হে বন্ধু মম,
আমার জীবনের সবটুকু খুশি তাদের মুখে ফোটাক হাসি মুক্তো সম।
আমি আজন্ম শৈশব ভবঘুরে কাল ভৈরব বাস একাকি নির্জন শ্মশানে,
আমি ছন্নছাড়া ভাঙি প্রতিবন্ধকতার কারা স্বমহিমার অনুশাসনে।
আমার গাজন নৃত্যে আপন ছন্দের প্রতিটি বৃত্তে প্রাণনাশী তীব্র অট্টহাসি,
কে আছিস আয় পারলে বাঁধ আমায় নজরুল প্রাণময় এক উদাসী।
----××××××----
0 মন্তব্যসমূহ