পোস্ট বার দেখা হয়েছে
বিদ্রোহী বীর
বিশ্বজিৎ সাঠিয়ার
বাংলা মায়ের দামাল ছেলে
বিদ্রোহী নজরুল,
বাংলার ঘরে ঘরে ফোটালেন
সম্প্রীতির দুই ফুল!
একই বৃন্তে দুইটি কুসুম
ভাবনা অনবদ্য
লিখে গেলেন অনাহারেও
ছন্দ গান গদ্য।
ইংরাজী শোষণের তরে
জ্বালান অগ্নি শীখা
বিদ্রোহের গান গেয়ে দেন
স্বদেশীদের দীক্ষা।
বিদ্রোহী বীর জাতীয় কবি
শিশু দুখু মিঞা
বর্ধমান থেকে জয় করলেন
সব বাঙালির হিয়া!
0 মন্তব্যসমূহ