দ্বেষ ~ রূপম ভৌমিক || ইবুক একক




পোস্ট বার দেখা হয়েছে

পরিবেশ সমাজ পরিস্থিতি আপাত স্বাভাবিক বলেই মনে হয় বা হচ্ছে বা মনে করানো হচ্ছে কারণ আমি খেতে পরতে পেয়েছি বাকিদের কি হলো কি যায় আসে! এই ভেবে আমরা চোখের ওপর একটার পর একটা কালো পরদ চাপিয়ে চলেছি। মিথ্যের ঠুলিগুলো এত সুন্দর যে সেটাকে সত্যির থেকে সুন্দর মনে হয়। মাথার ঘিলু খুলে রোজ ধোলাই চলছে নিয়ে কিছু ভেজাল তথ্য মৌলিক চিন্তার স্রোত ছাড়া ভরে দেওয়া হচ্ছে তা ফায়দা তুলে ধর্ম রাজনীতি খেলা চলছে। নিয়ে আখেরে লাভ কাদের তা সবারই জানা তাও মানুষ শিরদাঁড়া বিক্রি করে বহালতবিয়তে রয়েছেন আগামী এই প্রজন্ম ও আগামী প্রজন্মের পথ কাঁটায় কাঁটায় ভরিয়ে তুলছেন। না মানুষ এতে বেশ খুশি সাময়িক সুরসুরি বন্ধ চোখে কাল্পনিক রঙিন স্বপ্নের মিথ্যে হাতছানিকে মানুষ সাড়া দিয়ে বেশ ভালোই স্বস্তিবোধ করছে। 

তাও এখনো কিছু মানুষ নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত মৌলিক ভাবছে করছে বিকিয়ে দিচ্ছে না শিরদাঁড়া। তারাই আলো হয়ে থাকুন নাহলে কি যে হবে......!

কবিতায় নানান স্রোত থেকে যন্ত্রণা প্রতিবাদ উঠে এসেছে বলেছে মানুষের কথা শোষণের কথা আর ঠুলি খোলার কথা।


TO READ &  DOWNLOAD THE BOOK 

Click here .......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ