দৃশ্যকাব্য : পৃষ্ঠা ২




পোস্ট বার দেখা হয়েছে

।। ফটোগ্রাফি আলোচনা। ।

ছবি : অজয় কুমার দত্ত 

যারা ছবি তুলতে চাইছেন,  খেয়াল রাখবেন আপনার ক্যামেরা  কেবলমাত্র একটি  মাধ্যম । আপনি ফটো তুলবেন আপনার চোখ দিয়ে দেখে,আপনার মনন শক্তি ব্যবহার করে – ক্যামেরা আপনার হয়ে ফটো তুলে দিবে না – ক্লিক আপনিই করছেন! ক্যামেরার লেন্সটা এখানে আপনার চোখের সামনে একটা মাধ্যম – যার মধ্যে দিয়ে লাইট এসে ক্যামেরা’র সেন্সরে পড়বে – 

ছবি : সঙ্গীতা নাথ

একটা রাসায়নিক বিক্রিয়া হবে – অথবা ইলেক্ট্রিকাল এলগরিদম হবে (ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে) – তারপরে হয়ত সেটা ফিল্ম এ জমা পড়বে – নাহলে মেমরি কার্ডে…. - কিন্তু এই প্রসেস তার আগেই – আপনি কিন্তু নিজের চোখে – নিজের মনে এঁকে ফেলেছেন সেই ফটো – যেটা আপনি তুলতে চাইছেন ।.এটাই হলো ফটোগ্রাফি!!!! 

ছবি : লাবনী সরকার 

( পরবর্তী পৃষ্ঠা  দেখুন ...............)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ